Wednesday 24 December 2014

পেশা হিসেবে অনলাইন ফ্রিল্যান্সিং

আমাদের দেশে দিন দিন ফ্রিল্যান্সারের সংখ্যা বেড়েই চলছে। নিঃসন্দেহে আমাদের জন্য সুখবর। তবে আমাদের মাঝে কিছু ভ্রান্ত ধারনা আছে। একটি কম্পিউটার, ইন্টারনেট কানেকশান এবং ওডেস্ক/ইল্যান্স ইত্যাদি তে রেজিস্টার করলেই নিজেকে/তাকে ফ্রিল্যান্সার বলা যায়না।
ফ্রিল্যান্সার হবার প্রথম ও মূল শর্ত আপনাকে কোন একটি কাজ অবশই জানতে হবে। ভালোভাবেই জানতে হবে।
কাজ পাওয়া না পাওয়া পরের কথা।

অনেকেই বলে থাকেন ফ্রিল্যান্সারদের কাজ সবসময় থাকেনা। একথাটি পরের বার বলার আগে কিছু কথা জেনে নেয়া যাকঃ

আমার নিজস্ব মত ফ্রিল্যান্সিং পেশা শুধু কাজ করাই না, বরং অনেকটা ব্যবসা সম্পর্কিত। এখানে বিক্রিত বস্তু হচ্ছে জ্ঞান ও শ্রম।
অগনিত ক্রেতা। এখন ক্রেতা কে আকৃষ্ট করে যত বেশি পরিমান বিক্রয় করা যায় তাই লক্ষ্য। যদিও কথাটি পুরোপুরি এমন নয় তবুও ভালোভাবে বোঝানোর জন্য লেখা।

আমরা অনেকেই পার্ট-টাইম এবং ফুলটাইম নিয়ে কথা বলি। মূলত ফ্রিল্যান্সার এর জন্য পার্ট/ফুল টাইম বলে তেমন কোন কথা নেই।
তারপরও যারা আমাদের চিরাচরিত নিয়ম নিয়ে পার্ট/ফুল টাইম ফ্রিল্যান্সিং এর কথা বলে তাঁদের স্থানে নিজেকে দাড় করিয়ে বলতে হলেঃ

পার্ট/ফুল টাইম যেভাবেই এই পেশাকে নিন না কেন আপনাকে কাজ জানতেই হবে।

পার্ট-টাইম এর কথা চিন্তা করতে হলে প্রথমেই যে প্রশ্নটি আসে - আপনি কাজ জানেন কিনা !!
কাজ না জানলে নরমাল কাজগুলো অল্প সময়ে শিখে নিয়ে কাজ করতে পারেন। অথবা কঠিন কাজগুলো জানা থাকলে কাজ করতে পারেন। চাইলে কঠিন কাজগুলো শিখেও পার্ট-টাইম হিসেবে করতে পারেন।

এই চিন্তায় এগিয়ে গেলে প্রথমেই আমাদের কাছে যে সমস্যাটি প্রকাশ পায়- কাজ পাচ্ছিনা কেন?? 

অনলাইন ফ্রিল্যান্সিং পেশায় কাজ পেতে হলে অবশই আপনাকে ভালোভাবেই চেষ্টা করতে হবে কাজ পেতে।
- অ্যাপ্লাই এর টাইমিং
- কভার লেটার
- আপনার প্রোফাইল
- আপনার জ্ঞান এবং কাজের মধ্যকার মিল।
অনলাইন ফ্রিল্যান্সিং পেশায় বিশেষ করে এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ।

আর যদি ফুলটাইমের কথায় আসি তবে যে কথাটি মনে রাখা প্রয়োজন -
আমি যে কাজটি জানি/আমার পক্ষে শিখা সম্ভব তা ভালোভাবে আয়ত্ত করে এই পেশায় আসা প্রয়োজন। 

ফ্রিল্যান্সিং সাধারন কোন পেশা নয়। কাজ না জেনে এই পেশায় কাজ পাওয়া সম্ভব কিন্তু কাজ করা সম্ভব নয়।  ফলে অচিরেই ঝরে পরতে হয় অথবা হতাশ হতে হয়। এখানে ক্লিক করলেই টাকা এমনটা ভাবলে ভুল হবে। এখানে আপনার কাজের মাধ্যমেই আপনার মূল্যায়ন করা হবে। 
শুরুতেই হেন কারেঙ্গা তেন কারেঙ্গা মনোভাব পরিহার করা দরকার। অনেক ক্ষেত্রেই শুরুটা কিছুটা ধীরে হয়ে থাকে। তবে ভালো কাজ জানলে একটা সময় আসবে যখন আপনি কাজ নিয়েই ব্যস্ত থাকবেন এবং সময়ের অভাবেই অনেক কাজের সুযোগ আপনি নিজেই ফিরিয়ে দিবেন।  তাই -
প্রয়োজনে ধীরস্থির হয়ে সময় নিয়ে কোন একটি কাজ ভালোভাবে শিখে এই পেশায় আসুন। কাজ ভালোভাবে শিখতে ও করতে পারলে শিখার এই সময়টার সুফল আপনি সারাজীবন-ই পাবেন। 

এই পেশায় ভালো করতে হলে কাজ জানা ছাড়াও আরো কয়েকটি দিক ঠিক রাখাটা গুরুত্তপূর্ণঃ
** Availability
** Conversation skill
** Fast Learning Knowledge.

এত কথা কেন যেন বলছিলাম???

হুম ফ্রিল্যান্সারদের কাজ সবসময় থাকেনা। আপনি কাজ জানলে কাজ পাবেন এটা আশা করা যায়। উপরের লেখাতে ভালোভাবে বোঝানো হয়েছে।

আর উপার্জনের কথা যদি বলতে হয় তবে -

অনেক পার্থক্য আমাদের দেশীয় উপার্জন থেকে। আপনি ভালো কাজ জানলে হয়তো আপনার দেশীয় জব বন্ধ করে দিবেন।

তাহলে প্রশ্ন আসতে পারে কি কি কাজ করা যায়!!!

No comments:

Post a Comment